• বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ক্রিকেট অধিনায়কদের মধ্যে বেশি সম্পদ রোহিতের, দুইয়ে সাকিব

    স্বপ্নচাষ ডেস্ক

    ২৩ সেপ্টেম্বর ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ

    ক্রিকেট অধিনায়কদের মধ্যে বেশি সম্পদ রোহিতের, দুইয়ে সাকিব

    ক্রিকেটে বিভিন্ন দেশের অধিনায়কদের মধ্যে সম্পদের দিক থেকে শীর্ষস্থানে অবস্থান করছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তালিকার দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।

    বিষয়টি জানিয়েছে ক্রিকেটারদের সম্পদের পরিমাণ নিয়ে গবেষণা করা ক্রিকফ্যান। সম্প্রতি, টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দলের অধিনায়কদের সম্পদের পরিমাণ প্রকাশ করা হয়েছে। যেখানে ২৪৩ কোটি টাকা নিয়ে শীর্ষস্থানে রোহিত শর্মা। ২২২ কোটি টাকা নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব।

    তৃতীয় স্থানে ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। তার সম্পদের পরিমাণ ১০১ কোটি টাকা। এছাড়া তালিকায় থাকা অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চের সম্পদ ৮১ কোটি টাকার, কিউই অধিনায়ক কেন উইলিইয়ামসনের ৬৫ কোটি, দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমার ৫০ কোটি , পাকিস্তান অধিনায়ক বাবর আজমের ৪০ কোটি টাকা ও আফগান অধিনায়ক মোহাম্মদ নবীর রয়েছে ১২ কোটি টাকার সম্পদ।

    সাক্ষাৎকার বাতিল প্রসঙ্গে সংবাদিক ক্রিশ্চিয়ান আমানপোর বলেন, এক সপ্তাহ ধরে নানা পরিকল্পনার পর প্রায় আট ঘণ্টা ধরে আমরা লাইট, ক্যামেরা ও অনুবাদের সরঞ্জাম প্রস্তুত করেছিলাম। সাক্ষাৎকার শুরু হওয়ার ৪০ মিনিট পরে একজন সহকারী এসে বলেন, প্রেসিডেন্ট রাইসি আমাকে মাথায় স্কার্ফ পরতে বলছেন, কারণ এখন পবিত্র মহররম ও সফর মাস চলছে। কিন্তু আমি স্কার্ফ পরতে অস্বীকৃতি জানিয়েছি। এরপর তিনি সাক্ষাৎকারটি বাতিল করেছেন।

    তবে এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে মাথায় হিজাব পরেছেন এই সাংবাদিক। তাহলে এক্ষেত্রে কেনো তিনি রাজি হলেন না তারও জবাব দিয়েছেন তিনি। একটি টুইট করে তিনি বলেন, আমি যখন ইরানে বা আফগানিস্তানে গিয়ে সাক্ষাৎকার নিয়েছি, তখন মাথায় স্কার্ফ পরেছি। কিন্তু যে দেশে স্কার্ফ পরার প্রয়োজন নেই, সে দেশে আমি স্কার্ফ পরব না। আমি এখন নিউইয়র্কে আছি। এখানে মাথায় স্কার্ফ পরাসংক্রান্ত কোনো আইন নেই বা ঐতিহ্য নেই। এর আগে ইরানের কোনো প্রেসিডেন্ট এ ধরনের অনুরোধ করেননি।

    অবশ্য এ ব্যাপারে মন্তব্যের জন্য ইরান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে সিএনএন।

     

    স্বপ্নচাষ/ তারেক

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৯:৫৫ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ সেপ্টেম্বর ২০২২

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।