• বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    চার্জার ছাড়াই স্মার্টফোনে চার্জ দেওয়ার ৬ উপায়

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৯ মে ২০২২ ২:৪৭ অপরাহ্ণ

    চার্জার ছাড়াই স্মার্টফোনে চার্জ দেওয়ার ৬ উপায়

    সংগৃহীত ছবি

    হঠাৎ ফোনের চার্জ শেষ। চার্জারও সঙ্গে নেই। কী করবেন? চিন্তা নেই, চার্জার ছাড়াই ফোন চার্জ দেওয়ার পদ্ধতি রয়েছে। চলুন জেনে নিই এমন ৬টি উপায়-

    ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ

    ইউএসবি পোর্টের মাধ্যমে চার্জ দেওয়া জন্য আপনার প্রয়োজন হতে পারে একটি চার্জিং কেবেল, যা ফোনের সঙ্গে কম্প্যাটিবল। আপনার ফোনটি দ্রুত চার্জিংয়ের জন্য একটি ল্যাপটপের সঙ্গে প্লাগ করুন বা বিকল্প একটি ইউএসবি পোর্টের মাধ্যমেও কাজটি আপনি করে নিতে পারেন।

    ব্যাটারি প্যাকের মাধ্যমে চার্জ

    অত্যাধুনিক ব্যাটারি প্যাকগুলি আপনার স্মার্টফোন চার্জ করতে অতিরিক্ত পাওয়ার সাপ্লাই করে থাকে। তবে তাদের মধ্যে সবাই যে ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এমনটা নয়।

    এ ক্ষেত্রে আপনার ব্যাটারি প্যাকটি আগেভাগে চার্জ করে রাখুন। বিপদের সময় যখন আপনার কাছে ফোন চার্জারের অ্যাক্সেস থাকবে না, তখন ব্যাটারি প্যাককে কাজে লাগাতে পারবেন।

    হ্যান্ড-ক্র্যাঙ্ক চার্জার

    হ্যান্ড-ক্র্যাঙ্ক চার্জারের জন্য আপনার কোনও ইলেকট্রিক পাওয়ারের দরকার হবে না। জরুরি সময়ে বা বাইরে কোথাও বেড়াতে গেলে এই ধরনের চার্জার খুব কাজে লাগে। একটা হ্যান্ড-ক্র্যাঙ্ক চার্জার ব্যবহার করতে গেলে চার্জিং কেবেলটি চার্জার এবং আপনার ফোনের সঙ্গে প্লাগ করুন। যতক্ষণ না পর্যন্ত ব্যবহারযোগ্য হচ্ছে, ততক্ষণ ক্র্যাঙ্ক করতে থাকুন।

    সোলার-পাওয়ার্ড চার্জার

    বাইরে বেড়াতে গেলে বা অন্য কোনো জরুরি কাজের সময় ফোনের চার্জ ফুরিয়ে গেলে আপনার জন্য ভাল হতে পারে একটি সোলার-পাওয়ার্ড চার্জার। এটি সূর্যের আলো দ্বারা পরিচালিত হয়। সোলার চার্জার দুই ভাবে কাজ করে। প্রথমে সূর্যের আলো ইউনিটের ব্যাটারিকে চার্জ করে এবং তারপরে সেটিকে ফোন চার্জ করা বা সোলার চার্জার চার্জ করার কাজে ব্যবহার করা।

    গাড়ির চার্জার দিয়ে ফোন চার্জ করুন

    আজকাল বেশির ভাগ গাড়িতেই ফোন চার্জ করার জন্য থাকে ইউএসবি পোর্ট। আর তা যদি একান্তই না থাকে, তাহলে আপনি একটি অ্যাডাপ্টার কিনে গাড়িতে লাগাতে পারেন।

    ওয়্যারলেস চার্জার ব্যবহার করুন

    এখন আপনার স্মার্টফোন যদি ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে, তাহলে চার্জিং প্যাডে আপনার ফোনটি রেখে দেওয়া ছাড়া আর কিছু করতে হবে না। খুব সহজে চার্জার ছাড়াই আপনার ফোনটি চার্জ করতে পারেন।

    স্বপ্নচাষ/ জেএআর

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ২:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৯ মে ২০২২

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।