• শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বিএনপির লোকেরাও শেখ হাসিনার জনসভায় আসবে: দাবি নানকের

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ২৭ জানুয়ারি ২০২৩ ৭:২৪ অপরাহ্ণ

    বিএনপির লোকেরাও শেখ হাসিনার জনসভায় আসবে: দাবি নানকের

    রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গোটা উত্তরবঙ্গের মানুষের পাশাপাশি বিএনপির সমর্থকরাও যোগ দেবে বলে দাবি করেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় আসতে গোটা উত্তরবঙ্গের মানুষ অধীর আগ্রহে বসে আছেন। ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে উন্নয়নের বার্তা শুনতে লাখ লাখ মানুষ জড়ো হবে। আমরা বিশ্বাস করি, বিএনপির লোকেরাও এই সভায় উপস্থিত হবেন। কারণ, যারা বিএনপি করেন তারা বিচ্ছিন্ন কোনো দ্বীপের নাগরিক নয়।’

    শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভার মাঠ পরিদর্শনের আগে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাহাঙ্গীর কবির নানক।

    নানক বলেন, ‘রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভাও হবে ঐতিহাসিক। রাজশাহীর এ জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবেন। এজন্য শুধু নেতাকর্মীই নয়, সারা দেশের মানুষই অপেক্ষা করছেন।’

    প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহীর নেতাকর্মীদের ধরপাকড় করা হচ্ছে; বিএনপির এমন দাবির পরিপ্রেক্ষিতে নানক বলেন, ‘বিএনপি মিথ্যা তথ্য দিচ্ছে, মানুষকে তারা বিভ্রান্ত করছে। এখানে বিএনপি আমাদের কাছে সাবজেক্ট নয়।’

    অনুষ্ঠানে দলের অপর সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, ‘ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ কোনো নির্বাচনে বিএনপি মানুষের ভোটে নির্বাচিত হবে না। সুতরাং আগামী নির্বাচন ভণ্ডুল করতেই বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের মতো একটি অসাংবিধানিক দাবি নিয়ে আন্দোলন করছে। কিন্তু বিএনপির এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে এই দেশের মানুষ পাত্তা দিচ্ছে না। তাই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে এবং সেই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে।’

    বিএনপি কারচুপির মাধ্যমে ক্ষমতায় এসেছিল উল্লেখ করে আব্দুর রহমান বলেন, ‘বিএনপি কোনদিনও নির্বাচনে জয়লাভ করতে পারেনি। ১৯৯১ সালে সুক্ষ্ম কার্চুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছিল। ২০০১ সালেও বাংলাদেশের মানুষের কাছে গ্যাস রপ্তানির কথা বলে ক্ষমতায় এসেছিল। তবে সে গ্যাসও তারা দিতে পারে নাই। পরে তারা সুষ্ঠুভাবে ক্ষমতাও হস্তান্তর করতে পারে নাই।’

    বিএনপির উদ্দেশে সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ‘বিএনপি একটা দেউলিয়া রাজনৈতিক দল, নেতৃত্বহীন দল। বেগম খালেদা জিয়া-তারেক জিয়া দুজনই সাজাপ্রাপ্ত আসামি। সুতরাং নেতাকর্মীদের মাঝে-মধ্যে একটু উৎসাহ-উদ্দীপনা দেয়ার জন্যই বিএনপি নেতারা নানা উল্টা-পাল্টা কথা বলেন।’

    স্বপ্নচাষ/একে

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৭:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ২৭ জানুয়ারি ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।