• শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাসিকের কাউন্সিলর হচ্ছেন রবিউল

    স্বপ্নচাষ প্রতিবেদক, রাজশাহী

    ২৪ মে ২০২৩ ৮:২৯ অপরাহ্ণ

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাসিকের কাউন্সিলর হচ্ছেন রবিউল

    রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হতে যাচ্ছেন মো. রবিউল ইসলাম। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

    জানা যায়, আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়ার সময়সীমা মঙ্গলবার শেষ হয়। এতে চার মেয়র প্রার্থীসহ ১৭৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। তাদের মধ্যে ২০ নম্বর ওয়ার্ডে মো. রবিউল ইসলাম একাই মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেন। তবে এখনই তাকে নির্বাচিত ঘোষণা করা হবে না বলে জানিয়েছেন রির্টানিং কর্মকর্তা ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

    তিনি বলেন, “২০ নম্বর ওয়ার্ডে একজন প্রার্থীর আবেদন জমা পড়েছে। কিন্তু একক প্রার্থী হলেও যাচাই-বাছাইসহ সব ধরণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে নির্বাচিত ঘোষণা দেয়ার সুযোগ নাই। কারণ, যাচাই-বাছাইয়ে তো তার মনোনয়ন বাতিলও হতে পারে।

    বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাওয়া মো. রবিউল ইসলাম বলেন, মঙ্গলবার মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল। এ ওয়ার্ডে আমি একাই মনোনয়ন জমা দিয়েছি। আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে কেউ মনোনয়ন উত্তোলন ও জমা দেননি। ফলে একক প্রার্থী হিসেবে আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছি। বৃহস্পতিবার (আজ) বিকেল ৩টার দিকে নির্বাচন অফিস থেকে আমাকে ডাকা হয়েছে।

    এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে সাবেক একজন কাউন্সিলরসহ দুইজনের নাম শোনা যাচ্ছিল। কিন্তু বিএনপির নির্বাচনে না যাওয়ার নির্দেশনার কারণে একজন নিজেকে সরিয়ে নিয়েছেন বলে ধারণা করছি। এছাড়া সাবেক একজন কাউন্সিলর আবারও প্রার্থী হওয়ার আগে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য ওয়ার্ডে ঘুরে কোনো সাড়া পাননি। ফলে তিনিও প্রার্থী হননি।

    মো. রবিউল ইসলাম আরও বলেন, আমি এই ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। গত পাঁচ বছরে রাসিকের সদ্য সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সার্বিক সহযোগিতায় ওয়ার্ডবাসীর বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছি। পাশাপাশি এলাকায় ব্যাপক উন্নয়নও করেছি। এজন্য ওয়ার্ডবাসী আমার বিকল্প হিসেবে কাউকে চাইনি।

    উল্লেখ্য, রাসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আজ বৃহস্পতিবার। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। এছাড়া আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। এবার সম্ভাব্য ১৫২টি ভোটকেন্দ্রের ১ হাজার ১৭৩ টি রুমে ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩ লাখ ৫২ হাজার ১৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ১৮৫ এবং নারী ১ লাখ ৮০ হাজার ৯৭২। আর এবার ৩০ হাজার ১৫৭ ভোটার নতুন বা প্রথমবারের মত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

    স্বপ্নচাষ/একে

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৮:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৪ মে ২০২৩

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।