• শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৩ অক্টোবর ২০২২ ৯:০২ পূর্বাহ্ণ

    বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বাড়ার আশঙ্কা

    আগামী সপ্তাহ থেকে প্রতিদিন এক মিলিয়ন ব্যারেলেরও বেশি তেলের উৎপাদন কমানোর কথা ভাবছে ওপেকপ্লাস। মহামারির পর এটি সবচেয়ে বড় উৎপাদন হ্রাস হবে বলে ধারণা করা হচ্ছে। এর জেরে বিশ্ববাজারে তেলের সংকট প্রকট হতে পারে এবং জ্বালানির দাম বাড়তে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
    কয়েক মাস ধরে তেলের বাজারে তীব্র অস্থিরতার পরিপ্রেক্ষিতে আগামী ৫ অক্টোবর এ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    ওপেকপ্লাস, যেটি ওপেক দেশগুলো এবং রাশিয়াসহ মিত্র দেশগুলোকে একত্র করে। বিশ্ব অর্থনীতিকে চাঙা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রসহ প্রধান গ্রাহকদের চাপ সত্ত্বেও তেলের দাম কমানো ও উৎপাদন বাড়ানোর বিষয়টি প্রত্যাখ্যান করেছে সংস্থাটি।

    বিশ্ব অর্থনৈতিক মন্দা ও ফেডারেল রিজার্ভের হার বাড়ানোর পরও গত মাসে ক্রমাগতভাবে তেলের দাম কমেছে।

    তবে সূত্র জানিয়েছে, দিনে এক মিলিয়ন উৎপাদন কমানোর প্রস্তাবে সৌদি আরবের স্বেচ্ছায় অতিরিক্ত উৎপাদন হ্রাসও অন্তর্ভুক্ত থাকতে পারে।

    অপরিশোধিত তেলের দাম পড়তে থাকায় ওপেক ও সহযোগী দেশগুলোর আয় কমছিল। তাই জোগান বা উৎপাদন কমিয়ে তেলের দাম বাড়ানোর ছক করছিল তারা। তবে ওপেকভুক্ত সব দেশ এ বিষয়ে একমত হয়নি বলেই জানা যায়।

    এর আগে গত ৬ সেপ্টম্বর ওপেক-ভুক্ত দেশগুলো তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। তখন এক বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিদিন এক লাখ ব্যারেল তেল কম উৎপাদন করবে সংস্থাটি। তখন থেকেই বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে তেল-সংকট এমনিতেই বাড়ছিল। বাড়ছিল দামও। তার মধ্যে ওপেকপ্লাস ও সহযোগীরা উৎপাদন কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সংকট আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

    সূত্র : রয়টার্স

     

    স্বপ্নচাষ/ তারেক

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৯:০২ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ অক্টোবর ২০২২

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।