• বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বিড়ালকে লাথি মেরে ৩ কোটি টাকা জরিমানা! (ভিডিও)

    স্বপ্নচাষ ডেস্ক

    ১০ ফেব্রুয়ারি ২০২২ ৭:২২ অপরাহ্ণ

    বিড়ালকে লাথি মেরে ৩ কোটি টাকা জরিমানা! (ভিডিও)

    বিড়ালকে লাথি মেরে প্রায় ৩ কোটি টাকা জরিমানা দিলেন ফরাসি ফুটবলার কুর্ট জুমা। হারালেন পোষ্য দুটি বিড়ালকেও।

    শুধু তাই নয়; বিশ্ববিখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাসের সঙ্গে করা চুক্তিও হারিয়েছেন তিনি।

    গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে জুমার একটি ভিডিওতে। স্ন্যাপচ্যাটে ভিডিওটি পোস্ট করেন ওয়েস্ট হাম ডিফেন্ডারের ভাই ইয়োয়ান।

    ভিডিওতে দেখা যায়, এ ফরাসি ফুটবলার একটি বিড়ালকে ফ্লোরে ফেলে লাথি মারছেন এবং মুখে আঘাত করছেন। বিড়ালটা দৌড়ে খাবার ঘরে লুকোনোর চেষ্টা করলে জুমা কিছু একটা ছুড়ে মারেন। পরে বিড়ালটার মুখ কষে চড়ও মারেন তিনি।

    ভিডিও নিয়ে সমালোচনা তুঙ্গে উঠে। জুমার বিচারের দাবিতে প্রায় দেড় লাখ মানুষ পিটিশনে সই করেন।

    এই ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতিতে দেয় প্রাণী অধিকার সংরক্ষণ বিষয়ক সংগঠন রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অব ক্রুয়েলটি টু অ্যানিমলস (আরএপিসিএ)।

    জুমার বাসার দুটি বিড়ালকে নিয়ে গেছে সংস্থাটি।

    ব্রিটিশ সংবাদমাধ্যমকে আরএসপিসিএর এক মুখপাত্র বলেছেন, ‘দুটি বিড়ালকে আরএসপিসিএর হেফাজতে রাখা হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিড়ালগুলো আমাদের কাছেই থাকবে।’

    ফরাসি সংবাদমাধ্যম জানিয়েছে, জুমাকে তার দুই সপ্তাহের পারিশ্রমিক আড়াই লাখ পাউন্ড জরিমানা করেছে তার ক্লাব ওয়েস্টহাম। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ২ কোটি ৯১ লাখ টাকা। এই টাকা প্রাণীদের অধিকার রক্ষায় দান করা হবে।

    এদিকে জুমার এই অবুঝ প্রাণি নির্যাতনকাণ্ডে হতাশ অ্যাডিডাস। এ ঘটনার পর তারা আর জুমার সঙ্গে থাকতে পারছে না বলে জানিয়েছে অ্যাডিডাস।, তারা বলেছে, ‘আমরা তদন্ত শেষে নিশ্চিত করছি, কুর্ত জুমা আর অ্যাডিডাসের চুক্তিবদ্ধ অ্যাথলেট নন।’

    এমন কাণ্ড ঘটিয়ে অবশ্য ক্ষমা চেয়েছেন জুমা।

    ওয়েস্টহামের এই সেন্টারব্যাক বলেন, আমি নিজের কাজের জন্য ক্ষমা চাচ্ছি। আমার এই আচরণের কোনো ব্যাখ্যা হয় না, এই ঘটনায় আমি অনুতপ্ত।

    কেউ যদি এই ভিডিও দেখে কষ্ট পেয়ে থাকেন, তার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। আমার আচরণটি একেবারে বিচ্ছিন্ন ঘটনা, এমন ঘটনা আর ঘটবে না।

    স্বপ্নচাষ/একে

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৭:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি ২০২২

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।