• বৃহস্পতিবার ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ‘মাস্ক ব্যবহার তদারকির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করছে সরকার’

    স্বপ্নচাষ প্রতিবেদক

    ০৯ জুন ২০২০ ১২:০৮ পূর্বাহ্ণ

    ‘মাস্ক ব্যবহার তদারকির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি তৈরি করছে সরকার’

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, করোনাকালে মাক্স ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে কী-না তা তদারকির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স-এআই) নির্ভর উদ্ভাবনী পণ্য ও সেবা তৈরি করছে সরকার। ইতোমধ্যে এআই, ডাটা এনালাইটিক্স প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সেবা দেয়া হচ্ছে।

    সোমবার জুম অনলাইনে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সেন্টার অব এক্সেন্সের (সিওই) অধীনে এআই ল্যাব-২ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বিসিসি’র লিভারেজিং আইসিটি ফর এমপ্লয়মেন্ট অ্যান্ড গ্রোথ অব দ্য আইটি-আইটিইএস ইন্ডাস্ট্রির (এলআইসিটি) প্রকল্পের উদ্যোগে দুই মাসব্যাপী ল্যাব প্রোগ্রামের আওতায় ১০টি আইটি কোম্পানি ১০টি এআইভিত্তিক উদ্ভাবনী পণ্য ও সেবা তৈরি করবে।

    উদ্ভাবনী পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করবে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ)।

    প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস ফ্রন্টিয়ার টেকনোলজি ব্যবহারের গতি ত্বরান্বিত করেছে। সরকার করোনাকালে ভাতা প্রদানসহ বিভিন্ন সমস্যা সমাধানে এআই, ব্লকচেইন, ডাটা অ্যানালাইটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। আগামীতে সার্বিক জীবনের চালিকা শক্তি হবে চতুর্থ শিল্প বিপ্লবের অত্যাধুনিক প্রযুক্তি।

    তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবে ডিজিটাল অর্থনীতির গতি ত্বরান্বিত করায় করোনা পরবর্তীতেও বিভিন্ন ক্ষেত্রে ফ্রন্টিয়ার প্রযুক্তির ব্যাপক ব্যবহার করা হবে।

    এসময় বিসিসি’র নির্বাহী পরিচালক পার্থ প্রতিম দেব, এলআইসিটি প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম ও আইটি-আইটিইএস পলিসি এডভাইজার সামি আহমেদ, এনএসইউ’র ইন্টারন্যাশনাল প্রোগ্রাম প্রধান আশোক কুমার সীতারামন ও গ্রাজুয়েট প্রোগ্রামের পরিচালক লিওন মাং কিউ অংশ নেন।

    সামি আহমেদ ১০টি প্রোডাক্টের উপর একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন।

    রেজাউল করিম বলেন, দুই মাসব্যাপী ল্যাব প্রোগ্রামে দেশের ১০টি আইটি কোম্পানী এআইভিত্তিক উদ্ভাবনী পণ্য ও সেবা তৈরি করবে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য করোনাকালে মাক্স ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখার তদারকি এবং গাড়ি চলার সময় দুর্ঘটনা এড়ানোর ডিভাইস।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১২:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।