• শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    রাবিতে ‘নিরিখ’ আন্তজার্তিক সাহিত্য সম্মেলন বুধবার শুরু

    স্বপ্নচাষ ডেস্ক

    ০৭ নভেম্বর ২০২২ ১১:৪৮ অপরাহ্ণ

    রাবিতে ‘নিরিখ’ আন্তজার্তিক সাহিত্য সম্মেলন বুধবার শুরু

    রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই দিনব্যাপী ‘নিরিখ’ আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন শুরু হবে আগামীকাল বুধবার। ‘সমকালের সাহিত্য, সাহিত্যে সমকাল’ প্রতিপাদ্যে এবারের সম্মেলনে বাংলাদেশ, ভারত ও নেপাল- এই তিন দেশের গবেষকদের ৫৮টি গবেষণা-প্রবন্ধ উপস্থাপন করা হবে।

    সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে নিরিখ তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক মোস্তফা তারিকুল আহসান এ তথ্য জানান।

    সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৯ নভেম্বর (বুধবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের এম. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রকৌশল অনুষদ গ্যালারিতে সম্মেলনের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এতে প্রধান অতিথি থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এছাড়াও বিশেষ অতিথি থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম।

    মোস্তফা তারিকুল আহসান আরও জানান, দুই দিনব্যাপী এই সাহিত্য সম্মেলনে প্রথমদিনে ‘সাহিত্যে সমকাল’ বিষয়ে মুখবন্ধ বক্তৃতা দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আজম। ‘সমকালের সাহিত্য’ বিষয়ে দ্বিতীয় দিনে মুখবন্ধ বক্তৃতা দিবেন কথাশিল্পী মনোচিকিৎসক মামুন হোসাইন। তিনি এ সম্মেলনে গবেষণা-প্রবন্ধ উপস্থাপনের জন্য লেখা আহ্বান জানান ।

    সংবাদ সম্মেলনে ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মীর রেজাউল করিম, রাবির বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী, সহযোগী অধ্যাপক পুরনজিত মহালদার, সহকারী অধ্যাপক মোসা. শামসুন নাহার উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, ‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’-এ স্লোগানে শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। বাংলা সাহিত্য, শিল্প, সমাজ, সিনেমা, অনুবাদ-শিল্প সমালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ পত্রিকা কাজ করছে।

    স্বপ্নচাষ/এসএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ১১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2024 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।