• শনিবার ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

    শিরোনাম

    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

    অনলাইন ডেস্ক

    ১১ মে ২০২০ ৪:২০ পূর্বাহ্ণ

    ভারতে করোনায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড

    শুধু রোববারই দেশটিতে নতুন করে আরও ৪ হাজার ৩৫৩ জন আক্রান্ত হয়েছে।

    যা দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

    আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে দেয়া সর্বশেষ তথ্যানুযায়ী, সব রাজ্যের তথ্য মিলিয়ে ভারতে করোনায় এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৬১ জন। গত ২৪ ঘন্টায় মারা গেছে ১১১ জন করোনা রোগী। এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২ হাজার ২১২ জন। সুস্থ হয়েছেন ২০ হাজার ৯৬৯ জন। হাসপাতালে ও হোম কোয়ারেন্টিনে চিকিৎসাধীন ৪৩ হাজার ৯৮০ জন। দেশটিতে এখন পর্যন্ত ১০ লাখ ৯ হাজাত ৩৭টি নমুনা পরীক্ষায় এসব তথ্য মিলেছে।

    দেশটি সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে। সেখানে করোনা রোগীর সংখ্যা ইতিমধ্যে ২০ হাজার ছাড়িয়েছে।

    স্বাস্থ্য মন্ত্রণল্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, রোববার পর্যন্ত মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ২০ হাজার ২২৮ জন। রাজ্যটিতে এখন পর্যন্ত মারা গেছে ১ হাজার ১৬৫ জন। গুজরাটে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৯৬ জন। মারা গেছে ৪৭২ জন। রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৫৪২ জন। সেখানে প্রাণহানির সংখ্যা ৭৩ জন। আক্রান্তের সংখ্যায় দিল্লির খুব কাছাকাছি তামিলনাড়ুর অবস্থান। সেখানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৩৫ জন। মারা গেছে ৪৪ জন।

    এছাড়া রাজস্থান ও মধ্যপ্রদেশে মোট আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৩ হাজার ৭০৮ জন ও ৩ হাজার ৬১৪ জন। এ দুই রাজ্যে মারা গেছে যথাক্রমে ১০৬ জন ও ২১৫ জন।

    এদিকে ভারতে লকডাউনের মেয়াদ ৪৫ দিন পেরিয়ে যাওয়ার পরও আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যে কারণে লকডাউনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ।

    তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মুখপাত্র ডেভিড নাবারো বলেছেন, আক্রান্তের পর পর ভারতের লকডাউনে চলে যাওয়ার সিদ্ধান্ত ভালোই হয়েছে। এর ফলে ভাইরাসের সংক্রমণ মূলত শহর এবং শহর লাগোয়া এলাকাগুলোতেই আটকে গিয়েছে।

    স্বপ্নচাষ/আরএস

    Facebook Comments Box
    স্বপ্নচাষ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ক্লিক করুন  

    বাংলাদেশ সময়: ৪:২০ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০

    swapnochash24.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১  
    advertisement

    সম্পাদক : এনায়েত করিম

    প্রধান কার্যালয় : ৫৩০ (২য় তলা), দড়িখরবোনা, উপশহর মোড়, রাজশাহী-৬২০২
    ফোন : ০১৫৫৮১৪৫৫২৪ email : sopnochas24@gmail.com

    ©- 2023 স্বপ্নচাষ.কম কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।